শিরোনাম ::
আবারও আলোচিত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় পেছাল !

আহমদ নাহিদ
- আপডেট সময় : ০৩:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১০৫ বার পেছানো হলো। যদিও তারপরের অনেক মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার পথে। এ নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দেশের বিশিষ্টজনরা মনে করছেন এতে বিচার ব্যবস্হা সম্পর্কে মানুষের আস্হাহীনতা তৈরী হবে।
আদালত সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের ধার্য দিন ছিল আজ মঙ্গলবার। কিন্তু র্যাবের পক্ষ থেকে আজও আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতি নৃশংসভাবে খুন হন।