ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামিলীগ সন্ত্রাসের খেলায় মেতেছিল, আমরা মাঠের খেলায় মেতেছি: হাবিব-উন-নবী সোহেল সিলেটের সার্বিক পরিস্থিতি নিয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপির সংবাদ সম্মেলন কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্ব সফলে মহানগর যুবদলের প্রচারপত্র বিলি কৌশল ও বুদ্ধিভিত্তিকভাবে বাংলাদেশ গঠনে কাজ করতে হবে-খন্দকার আব্দুল মুক্তাদির সুশাসন ও সুনীতি প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই: খন্দকার মুক্তাদির অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনের অভিযানে সিলেটে পাঁচজন আটক অনন্য ব্যক্তিত্ব ব্যারিস্টার এম এ সালাম — গাজী আব্দুল কাদির মুকুল আজ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন সিসিক পরিচালিত হাসপাতাল ও খাল-ছড়া পরিদর্শন করলেন প্রশাসক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও এবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রোহানাত দোল্লা বর্ষণের হ্যাটট্রিক এবং মোহাম্মদ রিজওয়ানের হাফ-সেঞ্চুরিতে এই জয় পেয়েছে টাইগার যুবারা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে মাহফুজুর রহমান রাব্বি ও পারভেজ জীবনের স্পিন এবং শেষ দিকে বর্ষণের হ্যাটট্রিকে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে যায় অজিরা। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায় মাহফুজুরের দল।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালো করে টাইগার যুবারা। উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করেন আদিল বিন সিদ্দিক ও আশিকুর রহমান শিবলি। এরপর ২৫ বলে ১৯ রানে রায়ান হিকসের হাতে ক্যাচ দিয়ে কলাম ভিডলারের বলে প্যাভিলিয়নে ফেরেন আদিল। তিনে নেমে আশিকুরকে যোগ্য সঙ্গ দেন জিসান।

তবে এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ভিডলার। সেই রায়ানের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন আশিকুর (২০)। এরপর জিসানও (২৩) ক্রিজে থিতু হতে পারেননি।

এরপর মোহাম্মদ রিজওয়ানের ৫৯ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে ৯ রান করে ফিরে যান সাবেক অধিনায়ক আহরার আমিন।

অজিদের হয়ে দুটি উইকেট নিয়েছেন ভিডলার। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেছেন চার্লি অ্যান্ডারসন, ম্যাকমিলান এবং মাহলি বেয়ার্ডম্যান।

এর আগে ব্যাটিংয়ে নেমে ১৬৫ রানে অলআউট হয় অজি যুবারা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন হারজাস সিং।

লাল-সবুজের হয়ে হ্যাটট্রিক তুলে চার উইকেট নিয়েছেন বর্ষণ। এ ছাড়া দুটি উইকেট নিয়েছেন মাহফুজুর।

উল্লেখ্য, আগামী শনিবার (২০ জানুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে টাইগার যুবারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

আপডেট সময় : ০৮:০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও এবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রোহানাত দোল্লা বর্ষণের হ্যাটট্রিক এবং মোহাম্মদ রিজওয়ানের হাফ-সেঞ্চুরিতে এই জয় পেয়েছে টাইগার যুবারা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে মাহফুজুর রহমান রাব্বি ও পারভেজ জীবনের স্পিন এবং শেষ দিকে বর্ষণের হ্যাটট্রিকে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে যায় অজিরা। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষে পৌঁছে যায় মাহফুজুরের দল।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালো করে টাইগার যুবারা। উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করেন আদিল বিন সিদ্দিক ও আশিকুর রহমান শিবলি। এরপর ২৫ বলে ১৯ রানে রায়ান হিকসের হাতে ক্যাচ দিয়ে কলাম ভিডলারের বলে প্যাভিলিয়নে ফেরেন আদিল। তিনে নেমে আশিকুরকে যোগ্য সঙ্গ দেন জিসান।

তবে এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ভিডলার। সেই রায়ানের হাতেই ক্যাচ দিয়ে ফেরেন আশিকুর (২০)। এরপর জিসানও (২৩) ক্রিজে থিতু হতে পারেননি।

এরপর মোহাম্মদ রিজওয়ানের ৫৯ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে ৯ রান করে ফিরে যান সাবেক অধিনায়ক আহরার আমিন।

অজিদের হয়ে দুটি উইকেট নিয়েছেন ভিডলার। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেছেন চার্লি অ্যান্ডারসন, ম্যাকমিলান এবং মাহলি বেয়ার্ডম্যান।

এর আগে ব্যাটিংয়ে নেমে ১৬৫ রানে অলআউট হয় অজি যুবারা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন হারজাস সিং।

লাল-সবুজের হয়ে হ্যাটট্রিক তুলে চার উইকেট নিয়েছেন বর্ষণ। এ ছাড়া দুটি উইকেট নিয়েছেন মাহফুজুর।

উল্লেখ্য, আগামী শনিবার (২০ জানুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে টাইগার যুবারা।