No icon

সিলেট

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জননেতা এম এ হক'র মৃত্যুতে খন্দকার মোক্তাদিরের শোক

শোক বার্তাঃ

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

সিলেট বিএনপির অভিভাবকতুল্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি জননেতা এম এ হক আর আমাদের মাঝে নেই।

শরীরে নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক। 

শুক্রবার সকাল ১০:৩০ টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ্ যেনো মরহুম জননেতা এম এ হক'কে জান্নাতুল ফেরদৌস দান করেন।

তাঁর মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন'র অন্যতম উপদেষ্টা সিলেট ১ আসনের বিএনপি দলীয় প্রার্থী খন্দকার আব্দুল মোক্তাদির গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

প্রেস মিডিয়ায় পাঠানো এক শোক বার্তায় খন্দকার মোক্তাদির বলেন, জননেতা এম এ হকের মৃত্যুতে সিলেটবাসী একজন দক্ষ সংগঠককে হারালো। তাঁর মৃত্যুতে সিলেট বিএনপি একজন অভিভাবক হারালো। মহান আল্লাহর কাছে প্রার্থনা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তাঁর পরিবার ও সিলেট বিএনপিকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করুন। 

Comment As:

Comment (0)