No icon

সিলেটে সর্বজনীন স্বাস্থ্য সেবা বিষয়ে কর্মশালা অনুষ্টিত

 

 

পাওয়ার নিউজ:: স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার দেবপদ রায় বলেছেন, অসংক্রামক রোগ যেমন ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, রোগের প্রকোপ বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে এসব রোগে মৃত্যুর সংখ্যাও। সমগ্র বিশ্বেই বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছে হৃদরোগের কবলে। একমাত্র স্বাস্থ্যকর জীবনযাত্রাই পারে আমাদের এসব রোগ থেকে রক্ষা করতে। 

গতকাল বুধবার নগরীর চৌহাট্টায় স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসের সম্মেলন কক্ষে ‘ইউনিভার্সেল হেলথ কাভারেজ ইন বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমাদের দেশে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় ২৭ ডলার। এরমধ্যে ব্যক্তির নিজস্ব তহবিল থেকেই ৬৪ ভাগ ব্যয় হয়। ফলে চিকিৎসা করাতে গিয়ে ব্যক্তি আরো নি:স্ব হয়। এবিষয়টি নিয়ে ভাববার সময় এসেছে। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. আনিসুর রহমান, রিসোর্সপাসন মো. জহিরুল হক ও সাইফুল ইসলাম।  
কর্মশালায় সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ১২ জন সাংবাদিক অংশ নেন।

বিজ্ঞপ্তি 

Comment As:

Comment (0)