No icon

কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতে খাদিমনগর ইউনিয়ন বিএনপির মানববন্ধন

পাওয়ার নিউজঃ

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে।

গতকাল ২৩ মে বৃহস্পতিবার বিকেলে সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাহেবের বাজার এলাকায় এ মানববন্ধন পালন করা হয়। 

মানববন্ধনে দেশনেত্রী বেগম খালেদা নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করা হয়। 

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও খাদিমনগর ইউনিয়নের বিএনপির সভাপতি মো. ইলিয়াছ আলী মেম্বার।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ময়না মেম্বার, আব্দুল গফুর, আব্দুল বারি, জেলা যুবদল নেতা সাইদুর রহমান সাইদ, বিমানবন্দর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, ছাত্রদল নেতা সালাহ উদ্দিন।

কৃষকদের মাঝে উপস্থিত ছিলেন উকিল মিয়া, নাসির উদ্দিন, আব্দুল হান্নান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ কৃষক অংশ নেন।

Comment As:

Comment (0)