
সিলেট
ইউসিবিএল ব্রোকারেজ লিঃ'র ব্রাঞ্চ ইনচার্জ মওদুদ আহমদ চৌধুরী আর নেই
- By Power --
- Thursday, 23 Sep, 2021
নিউজ ডেস্কঃ
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
ইউসিবিএল ব্রোকারেজ লিঃ এর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ইনচার্জ মওদুদ আহমদ চৌধুরী মুন্না আর নেই।
গতকাল খেলা চলাকালীন অবস্থায় আবুল মাল কমপ্লেক্সের এমচার খেলোয়াড় ইউসিবিএল সিকিউরিটিজ ব্রাঞ্চ ইনচার্জ মওদুদ আহমদ চৌধুরী রাত ১০.০৫ মিনিটের সময় অসুস্থ হয়ে ওয়াসিস হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি ব্রাক ইপিএল সিলেটের ম্যানেজার ছিলেন।
মাস দুয়েক আগে এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হয়ে ইউসিবিএল ব্রোকারেজ হাউজে যোগদান করেছিলেন। আগামী মাসে বিসেক যুক্তরাজ্যে শেয়ার মার্কেট নিয়ে যে রোডশো করার কথা সেখানে যাওয়ার জন্যে ব্রিটিশ এম্বেসিতে ভিসার জন্যে এপ্লিকেশন করেছিলেন।