No icon

পাম্প অপারেটর যখন সিসিক কাউন্সিলর তৌহিদ


বিশেষ প্রতিবেদন / আহমদ নাহিদঃ

পানির ওপর নাম জীবন। পানি ছাড়া চলা প্রায় অসম্ভব। টিউবওয়েল এর পানিতে আয়রন থাকায় নগরবাসী সিলেট সিটি কর্পোরেশনের সরবরাহকৃত  পানির উপর নির্ভরশীল। 
সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড বাসীরা তীব্র পানি সংকটের মুখোমুখি হচ্ছে, দীর্ঘদিন ধরে ১৯নং ওয়ার্ডভুক্ত বৃহত্তর রায়নগরবাসী পানির জন্য হাহাকার করছে l

বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, সিটি কর্পোরেশনের ১৮ ও ১৯ নং ওয়ার্ড নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা l ১৯নং ওয়ার্ড এর অন্যান্য এলাকার মতো বসুন্ধরা আবাসিক  এলাকায় সিলেট সিটি করপোরেশন পানির  চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে, তিনি বলেন, এই সংকট গত কয়েক মাসে গুরুতর হয়ে উঠেছে।

১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ এর সাথে আলাপ করলে তিনি বলেন,`তাকে বিতর্কিত করতে কৃত্রিমভাবে এ সমস্যার সৃষ্টি করা হচ্ছে। তাই তিনি নিজে তার ওয়ার্ড এর প্রতিটি পাড়া, মহল্লাবাসী, সিলেট সিটি কর্পোরেশনের সরবরাহকৃত পানির পায় সে ব্যাপারে আন্তরিক । পাওয়ার নিউজ বিডি টুয়েন্টি ফর ডটকমের প্রতিনিধি দেখতে পান, গতকাল ১৮ এপ্রিল ২০১৯ইং বৃহস্পতিবার রাত ১.৩০ ঘটিকায় বসুন্ধরা এলাকার, কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ নিজে পাম্প অপারেটরের কাজে দায়িত্বরত আছেন l 

 
এলাকাবাসীর বিশিষ্ট জনের সাথে আলাপকরে জানা যায়, সাবেক কাউন্সিলর দিনার খান হাসুর  বন্টন প্রক্রিয়াকে বর্তমান কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ  পরিবর্তন করতে গিয়ে এ সংকটের দেখা দিয়েছে আর ভুক্তভোগী এলাকাবাসী।


বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বর্তমান কাউন্সিলর এর সাথে সুপারভাইজার ও পাম্প অপারেটরের  দ্বন্দ্বের কারনে এ সমস্যা, আর ভুক্তভোগী ১৯নং  এলাকাবাসী ।


সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের দায়িত্বরত  সুপারভাইজার ও পাম্প অপারেটরের সাথে আলাপ করে জানা যায়, বর্তমানে কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডে পানি সরবরাহের জন্য যে পানির পাম্প রয়েছে তা পানির চাহিদার তুলনায় কম l সুপারভাইজার ও পাম্প অপারেটর আরো জানায়, কাউন্সিলর এর সাথে তাদের কোনো দ্বন্দ্বের কারণ হতে পারে না। তারা কর্পোরেশনের কর্মচারী আর এস এম শওকত আমিন তৌহিদ এক জন প্রতিনিধি l তারা আরো বলেন, মাননীয় মেয়র মহোদয়, সিলেট সিটি কর্পোরেশনের সরবরাহকৃত পানি প্রতিটি ওয়ার্ডবাসী যাতে সহজে পায়, সে ব্যাপারে তিনি কাজ করে যাচ্ছেন খুব শীঘ্রই এ সমস্যার সমাধান করা হবে  l
 

Comment As:

Comment (0)