
সিলেট
লালদিঘীর হকার্সদের পুনর্বাসনের মাঠে নানা সমস্যা জর্জরিত ব্যবসায়ীরা
- By Power --
- Tuesday, 26 Jan, 2021
নিজস্ব প্রতিনিধিঃ
লালদিঘীর মাঠে হকারদের পুনর্বাসন করা হয়েছে ঠিকই, তদুপরি নানা ধরনের সমস্যায় রয়েছেন ভাসমান পূর্ণবাসিত ব্যবসায়ীরা।
পুনর্বাসিত ব্যবসায়ীরা জানান, মাঠে ক্রেতা সাধারণ আসতে চান না। তার কারণ হচ্ছে রাস্তা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। এছাড়াও আগামী বৃষ্টি মৌসুমে মাঠে কাঁদা ও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে আশংকা করছেন তারা।
সরজমিনে গিয়ে দেখা যায়, মার্কেটের ভিতরে যে সকল দোকার রয়েছে তাতে কোন আলোর ব্যবস্থা নেই। দোকানের পণ্য বিক্রেতারা ভালো করে ক্রেতাদের প্রদর্শনী করতে পারছেন না ব্যবসায়ীরা। এছাড়াও চলাচলের রাস্তার দুরবস্থার জন্য ক্রেতারা বাজারে আসতে চাইছেন না।
ব্যবসায়ীদের দাবী, যদি পর্যাপ্ত আলো ও চলাচলের রাস্তার সুবিধা প্রদান করা হয় তা হলে ক্রেতারা আসতে পারেন। এছাড়া আগামী বর্ষা মৌসুমের পূর্বে পানি নিষ্কাষনের ব্যবস্থা করা না গেলে তা হলে এক দিকে জলাবদ্ধতা অপর দিকে কাঁদা সৃষ্টি হবে মাঠে। তাই মাঠে যাতে পানি ও কাঁদা সৃষ্টি না হয় সেই দিক বিবেচনা করে মাঠে কাজ করলে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ক্ষুদ্র এই ব্যবসা করে চলতে পারব এবং ক্রেতারাও কম দামে পণ্য ক্রয় করতে পারবেন।