No icon

সিলেট

মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার

 

নিউজ ডেস্কঃ

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মির্জাজাঙ্গাল এলাকা থেকে আজ সন্ধ্যায় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।

এসএমপি মিডিয়া সেল থেকে জানা যায়, আজ রবিবার ১৭/০১/২০২১খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) / সৌমেন দাস সঙ্গীয় এসআই (নিঃ) / শামীম উদ্দিন, এএসআই (নিঃ) ইমদাদুল হক, এএসআই (নিঃ) /৬২১ প্রদীপ কুমার সিংহ, কনস্টেবল /২৬২ আলম হোসেন, কনস্টেবল /১৪০৫ আল মামুন, কনস্টেবল / ৮২৪ আবু সুফিয়ান, কনস্টেবল / ৭৩৫ জীবন মিয়া-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন মির্জাজাঙ্গাল নিম্বাক আশ্রমের বিপরীতে শিল্পী ইলেকট্রিক নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আবুল বাশার (৩৫) নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি আবুল বাশার (৩৫), পিতা- আব্দুস সাত্তার, সাং- চাঁন খালি, ডাক- বাবানন্দী, থানা- সদর, জেলা- লক্ষীপুর, বর্তমানে- সরাফত উল্লাহ গ্যারেজ, বনলতা গলি, লাউয়াই তেলের পাম্পের বিপরীতে, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট। 

গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং সে সিলেট জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট সিলেট শহরে নিয়ে আসে। অতঃপর উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেট শহরের মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে। 

উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Comment As:

Comment (0)