
আগামীকাল রিকশা চলাচলের দাবিতে বৃহত্তর জিন্দাবাজার সহ সর্বস্তরের ব্যবসায়ীদের মানববন্ধন
- By Power --
- Wednesday, 13 Jan, 2021
নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত পূণরায় রিকশা চলাচলের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধনের ডাক দিয়েছে বৃহত্তর জিন্দাবাজার সহ সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এ উপলক্ষ্যে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুকরিয়া মার্কেটের অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আহমদ ফুয়াদ বিন রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভায় বৃহত্তর জিন্দাবাজার ব্যবসায়ী সহ সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে বৃহত্তর জিন্দাবাজার সহ সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আহমদ ফুয়াদ বিন রশিদ, মধুবন মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম ও শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম।