No icon

সিলেট আদালত পাড়ায় ডিজিটাল ওকালতনামা ও বেইলবন্ডের কার্যক্রম শুরু

 


পাওয়ার নিউজ:: সিলেট জেলা আইনজীবী সমিতির ডিজিটাল ওকালতনামা ও বেইলবন্ডের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বিগত ১০-১২-২০২০ তারিখে ডিজিটাল ওকালতনামা ও বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ বজলুর রহমান। 

আজ ২৪-১২-২০২০, বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সমিতির ২নং হলের সম্মুখে নবনির্মিত কাউন্টারে ডিজিটাল ওকালতনামা ও বেইলবন্ড বিক্রয় কার্যক্রম পুরোদমে শুরু হয়। 

উক্ত কার্যক্রমের শুভলগ্নে উপস্থিত ছিলেন সমিতির সম্মানিত সভাপতি জনাব এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট এবং সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সেলিম এডভোকেট। এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক-১ মোঃ হুমায়ুন রশীদ (সোয়েব) এডভোকেট, যুগ্ম সম্পাদক-২ মাসুদুর রহমান খান (মুন্না) এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন এডভোকেট, সহ-সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এডভোকেট ও সহ-সম্পাদক রেদওয়ানুল ইসলাম এডভোকেট সহ সমিতির বিজ্ঞ সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ। 

 

Comment As:

Comment (0)