No icon

সিলেট

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক জরুরী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা ও আগামী কর্মপরিকল্পনা নির্ধারণ করতে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। (৪ আগস্ট) বৃহস্পতিবার বাদ আছর নগরীর ভাতালিয়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে পংকী বলেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর দ্রুততার সহিত ১৭টি ওয়ার্ডের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। অবশিষ্ট কমিটি গঠনেও দ্রুততার সহিত কাজ করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচিতে জোরালো অংশগ্রহণের পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশংসনীয় ভুমিকা রেখেছে সিলেট মহানগর বিএনপি। তিনি আরো বলেন, দেশের মানুষের ভয়াবহ অর্থনৈতিক দুঃসহ অবস্থা, বিদ্যুৎ, জ্বালানি খাতে চরম অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সভায় আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, নজীবুর রহমান নজীব, সদস্য - আমির হোসেন, মোঃ আফজল উদ্দিন, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, মুকুল মুর্শেদ, মোঃ আবুল কালাম, আক্তার রশীদ, শামীম মজুমদার প্রমুখ। 
 

Comment As:

Comment (0)