
লন্ডনের বার্নেট এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবককে হত্যা
- By Power --
- Friday, 13 May, 2022
প্রবাস ডেস্কঃ
লন্ডনের বার্নেট এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে অজ্ঞাতপরিচয় ৩০ বছরের এক যুবককে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ১১ মে বুধবার রাত ২ টা ৪৫ মিনিটের দিকে ছুরিকাঘাত অবস্থায় উদ্ধার করা হলেও রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলেই প্রাণ হারায় সেই ব্যক্তি।
মেট্রোপলিটন পুলিশ জানায়, বুধবার গভীর রাতে এন টুয়েন্টি হাই রোড থেকে তাদের কাছে ফোন আসে আর জানানো হয় সেখানে একজন মানুষকে ছুরিকাঘাত করা হয়েছে। পরবর্তীতে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস সেখানে হাজির হলেও সেই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি।
তদন্তকারী দল বলছে, মৃত ব্যক্তিটি সম্পর্কে এখন পর্যন্ত কোন ধরনের তথ্য পাওয়া যায়নি। এই ঘটনা সম্পর্কে কারও কাছে কোন ধরনের তথ্য থাকলে তা দিতে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে একজনকে পুলিশ আটক করেছে।
পুলিশ বলছে, যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার বয়স ৩৫ বছর। তাকে বর্তমানে নর্দান লন্ডন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।