No icon

জালালাবাদ মডেল স্কুল এন্ড কলেজে উশু ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধিঃ

সিলেট জেলা উশু এসোসিয়েশনের আয়োজনে ও চাইনিজ উশু ফাইটার স্কুলের সহযোগিতায় সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ে উশু ক্যাম্পইনের '২০২০ অংশ হিসেবে অদ্য শনিবার দুপুর ১ টায় নগরীর শেখঘাটস্থ ঘাসিটুলা, জালালাবাদ মডেল স্কুল এন্ড কলেজে উশু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামনে উশুর কিছু প্রাথমিক কলা-কৌশল দেখানো ও আলোচনা করা হয়।

ক্যাম্পেইন প্রধান, আন্তর্জাতিক উশু কোচ ও সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক আজমল আহমদ রোমনের পরিচালনায় উশু ক্যাম্পইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মওদুদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো.বিল্লাল মিয়া, শামিম আহমদ। ক্যাম্পেইন প্রশিক্ষণে যারা সহযোগিতায় ছিলেন রাজন তালুকদার, সাদিয়া আক্তার ইমরানা, ইমু আক্তার প্রমুখ।

Comment As:

Comment (0)