No icon

সিলেট

আগামীকাল সিলেট জেলা আইনজীবী সমিতির ল'ইয়ার্স ফুটবল ফ্যান্স আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট '২০২০

নিউজ ডেস্কঃ

সিলেট জেলা আইনজীবী সমিতির ল'ইয়ার্স ফুটবল ফ্যানস আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট '২০২০ আগামীকাল ১১ জানুয়ারী '২০২০ রোজ শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের নিয়ে ৫টি বার হলের সমন্বয়ে ৬টি দল গঠন করে সারাদিন ব্যাপী খেলা অনুষ্ঠিত হবে। দলগুলো  হলো যথাক্রমে ১নং বারের দুরন্ত একাদশ, ২নং বারের ২টি দল ; সুরমা স্পোর্টিং ক্লাব ও সোনার বাংলা ফুটবল দল, ৩নং বারের টাইগার ইলেভেন, ৪নং বারের ফোর ইলেভেন সুপার স্টার এবং ৫নং বারের দুর্বার স্পোর্টিং ক্লাব। 

সকাল ৮.৩০ মিনিটে খেলা উদ্বোধন করবেন মাননীয় মহানগর দায়রা জজ জনাব মোঃ আব্দুর রহিম। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় জেলা ও দায়রা জজ জনাব বজলুর রহমান। 

উল্লেখ্য, আয়োজক কমিটি ৫ম বারের মতো বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

আয়োজক কমিটির সদস্যরা হলেন যথাক্রমে সর্বজনাব এড. নিজাম উদ্দিন, এড. এটিএম ফয়েজ উদ্দিন, একেএম সামিউল আলম, এড. মোঃ আতিকুর রহমান শাবু, এড. আলী মোস্তফা মিসকাতুন নূর, এড. দিলীপ কুমার কর, এড. বিজয় কুমার দেব বুলু ২০ জন। 

Comment As:

Comment (0)