No icon

ভারত বনাম বাংলাদেশ: রোহিতের বিধ্বংসী ব্যাটিংয়ে সিরিজে প্রত্যাবর্তন ভারতের

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশের বিরুদ্ধে সমতা ফেরানোর যুদ্ধে নেমে দিল জিতল ভারত। টস জিতে এদিন প্রথমেই ফিল্ডিং নিয়ে রোহিত বুঝিয়ে দিয়েছিলেন, আর পরীক্ষা নয়, চেনা ছকেই রান তাড়া করবে ভারতীয় দল। আর সেই সুযোগটা পেয়ে সফল ব্লু-আর্মি।

প্রথমে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়ে ১৫৩ রানে বেধে রাখে ভারতীয় দল। খলিল শুরুটা খারাপ করলেও চাহাল-ওয়াশিংটন সুন্দর জুটির কাঁধে ভর করে ম্যাচে ফেরে ভারত। চাহাল ২টি, সুন্দর ১টি উইকেট নিয়ে ও দীপক চাহার আঁটোসাঁটো বোলিং করে নজর কাড়লেন।

১৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে এরপর ভারতের ব্যাটিং ইনিংসের পুরোটাই 'রোহিত শো'। প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন হিটম্যান। দেশের জার্সিতে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে শেষ পর্যন্ত যদিও শতরান হাতছাড়া করলেন হিটম্যান।

ভারতের জয়ের জন্য ২৯ রান বাকি থাকা অবস্থায় নিজের শতরান থেকে ১৫ রান দূরে থামেন রোহিত। আউট হন ৮৫ রান করে। ইনিংস সাজানো ৬টি ছয় ও ৬টি চার দিয়ে। ৪৩ বলে রোহিতের এই ইনিংসে ভর করেই ৮ উইকেটে ম্যাচ জিতে,সিরিজে সমতা ফিরিয়ে ১-১ করল ভারত।

বাংলাদেশের বিরুদ্ধে ভারত, রবিবার টি-টোয়েন্টি সিরিজের ফয়সলার ম্যাচ খেলবে নাগপুরে।

Comment As:

Comment (0)