No icon

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুনেছা গোল্ডকাপ  ফুটবল টুনার্মেন্ট '২০১৯   

মোঃ আবুল হাসান, ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুনেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনার্মেন্ট ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়। 

গতকাল ১৫ জুলাই সোমবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও রাণীশংকৈল কেন্দ্রীয় স্কুল মাঠে যৌথভাবে মোট ৯টি টিমের কোয়াটার ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস-চেয়ারম্যন শেফালী বেগম। 

উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুঞ্জুর আলম, ঘনেস্বাম রায়, সিমান্ত কুমার বসাকসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

প্রসঙ্গত: শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় করনাইট কুমোরগঞ্জ প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-২ গোলে রাণীশংকৈল মডেল প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে কেন্দ্রীয় স্কুল মাঠে পশ্চিম ঘনোষামপুর প্রাথমিক বিদ্যালয় ভান্ডারা প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে। 

সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুঞ্জুর আলম আমাদের প্রতিনিধি'র সাথে আলাপকালে বলেন,  আগামী ১৭ জুলাই চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Comment As:

Comment (0)