
সপরিবারে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এখন সৌদি আরবে
- By Power --
- Tuesday, 03 Jan, 2023
স্পোর্টস ডেস্কঃ
নতুন শুরুর অপেক্ষায় পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এরইমধ্যে নতুন ঠিকানা সৌদি আরবের ক্লাব আল নাসরে পৌঁছে গিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। বার্ষিক ১৭৫ মিলিয়ন পাউন্ডে আগামী ২০২৫ সাল পর্যন্ত এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করবেন তিনি।
আল নাসরে স্বাস্থ্য পরীক্ষা করার আগে গতকাল সোমবার রাতে রিয়াদে পৌঁছেছেন রোনালদো। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে রোনালদোকে ক্লাবে স্বাগত জানানো হবে। সেখানে আল নাসরের জার্সিতে প্রথমবারের মতো ভক্তদের সামনে আসবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা। রোনালদোকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে সৌদি স্পোর্টস কোম্পানি।
অনুষ্ঠানে হাজার হাজার রোনালদো সমর্থক উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন ক্লাবের সভাপতি মুসাল্লি আল-মুয়াম্মার। এছাড়াও আল-নাসরের প্রধান কোচ রুডি গার্সিয়াও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে সোমবার রাতে সৌদি আরবে পা রাখার পর ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে রোনালদোর পরিবারকে। এসময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রোনালদোকে দেখেও বেশ উচ্ছ্বসিত মনে হয়েছে।
সৌদি পৌঁছানোর পূর্বেই ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লেখেন, ‘হাই বন্ধুরা, শীঘ্রই দেখা হবে!’
রোনালদোর সঙ্গে স্থায়ী বসবাসের উদ্দেশ্যে সৌদিতে এসেছেন তার স্ত্রী জর্জিনা রদ্রিগেজও। আপাতত বিলাসবহুল হোটেলে থাকলেও একটি স্থায়ী বাসস্থান খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তারা।
বিমানে থাকা অবস্থায় একটি ছবি শেয়ার করে ২৮ বছর বয়সী এই মডেল জানিয়েছেন তাকে একা রেখে রোনালদো কোথাও যাচ্ছেন না। লিখেন, ‘আমাকে ছাড়া নয়!’