No icon

সিলেট

সিলেটে  কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন: চ্যাম্পিয়ন ট্রাভেলার্স অফ সিলেট 

 

নিজস্ব প্রতিনিধিঃ

সিলেটকে দেশ ও বিদেশের মাটিতে যারা সুন্দরভাবে উপস্থাপন করে আসছেন সেই সকল সংগঠনকে নিয়ে সম্পন্ন হলো সিলেট কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্ট সিজন- ১। 

প্রাথমিকভাবে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয় সিলেট সাইক্লিং কমিউনিটি, ট্রাভেলার্স অফ সিলেট, সিলেট বাইকিং কমিউনিটি ও সিলেট রানার্স  কমিউনিটি। 

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, চার দলের অংশগ্রহনে এ টুর্নামেন্টে ফাইনালে সিলেট সাইক্লিং কমিউনিটির সাথে বিজয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে  ট্রাভেলার্স অফ সিলেট। 

আয়োজকরা আমাদের প্রতিনিধি'র সাথে আলাপকালে জানান, আগামীতে সিজন-২ এ সিলেটের উল্লেখযোগ্য সামাজিক  সংগঠনগুলোকে নিয়ে বৃহৎ পরিসরে টুর্নামেন্ট  আয়োজন করার ইচ্ছে আছে। 

Comment As:

Comment (0)