No icon

বরগুনায় কুখ্যাত ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার 

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনায় পুলিশের নজরে থাকা কুখ্যাত ডাকাত দলের দুইজনকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো বামনা উপজেলার সোনাখালী গ্রামের এমাদুল ভুঁইয়ার ছেলে ছিদ্দিক ভুঁইয়া ও বামনা ঢুষখালী গ্রামের ধলু খানের ছেলে বেল্লাল।

গত (১৩ নভেম্বর) বুধবার ফুলঝুড়ি খেয়াঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এস আই আহসান এর সঙ্গীয় ফোর্সসহ সন্ধা ৭.৩৫ মিনিটের সময় দুর্ধর্ষ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

সম্প্রতি গত (৫ নভেম্বর) রাত ১ টায় বামনা উপজেলা ডৌয়াতলা গ্রামের আরিফ দফাদারের বশত ঘরে ডাকাতি হয়। জানালার শিক কেটে ঘরে ঢুকে ঘরের সবাই কে অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে ডাকাতি করে।আলমিরা ট্রাংক ভেঙে নগত ১ লক্ষ টাকা স্বর্ণালঙ্কার ৭ টি মোবাইল ফোনসহ কিছু দামী মালামাল নিয়ে যায় দুর্ধর্ষ ডাকাতদল।

এব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন এরা দুজনেই দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য এদের বিরুদ্ধে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় দুটি ডাকাতি এবং বামনা থানায় ৪ টি মাদক মামলা রয়েছে। এদের বিরুদ্ধে ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং আমার থানায় ডৌয়াতলা ডাকাতি হওয়া মামলার আসামী।

Comment As:

Comment (0)