No icon

আনোয়ারা ডি এইচ ফাউন্ডেশনের  এর উদ্যেগে ১৮০ পরিবারকে মাংস বিতরণ

মুহাম্মদ শাহেদ, বাঁশখালী চট্টগ্রাম:- 

বাঁশখালী থানাধীন ৩নং খানখানাবাদ ইউনিয়নস্থ ১ নং ওয়ার্ডের ১৮০ পরিবারকে এস এম ফরহাদ রেজার উপস্থিতিতে ডি এইচ ফাউন্ডেশনের সদস্য মোঃ কামাল, মোঃ মঞ্জুর, মোঃ সাদ্দাম, মোঃ রিফাত এর নেতৃত্বে ও খানখানাবাদ যুব উন্নয়ন পরিষদের সার্বিক সহায়তায় অদ্য ১৩/০৮/২০১৯ ইং তারিখ গরীব ও অসহায় পরিবারবর্গদের    ১ কেজি করে মাংস বিতরণ করেন।

উক্ত ফাউন্ডেশন দীর্ঘ ৫ বছর যাবত দক্ষিণ চট্টগ্রামসহ বিভিন্ন থানায় এইভাবে মানবতার সেবায় নিয়োজিত আছেন।

মাংস নিতে আসা অসহায় পরিবারবর্গের সহিত কথা বলে জানতে যায়, তাহারা প্রতিবছর ফাউন্ডেশন কর্তৃক বিতরণকৃত মাংস পেয়ে অতীব উৎসাহিত হন এবং ডিএইচ ফাউন্ডেশন সাফলতা বৃদ্ধির কামনা করেন।

Comment As:

Comment (0)