No icon

বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহমান পিপিকে জেলা আইনজীবীর পক্ষ থেকে সংবর্ধনা

 

 

সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

নব গ‌ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের এডহক ক‌মি‌টি‌র সদস‌্য নির্বাচিত হলেন সিরাজগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি,  বীর মুক্তিযোদ্ধা  আলহাজ এ্যাডভোকেট আব্দুর রহমান। বৃহস্প‌তিবার  সকাল ১০ টায় জেলা আইনজীবী স‌মি‌তি সিরাজগঞ্জ শাখার প‌ক্ষে থে‌কে তা‌কে ফু‌লেল শুভেচ্ছা জানানো হয়। পরে আইনজীবী স‌মি‌তির হল রু‌মে জেলায় কর্মরত আইনজী‌বি ও সাংবা‌দিকদের সাথে এক  মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ আইন‌জীবি স‌মি‌তির সাধারণ সম্পাদক আব্দুর রউফ পান্নার সঞ্চালনায় সভাপ‌ত্বিত ক‌রেন আইন‌জীবি স‌মি‌তির সভাপ‌তি মীর রুহুল আমিন বাবু।

এ সময় বক্তব‌্য রা‌খেন নারী ও শিশু ট্রাইবুনা‌লের স্পেশাল পি‌পি কায়সার আহা‌ম্মেদ লিটন, এ‌ডিশনাল  ১ কো‌র্টের পাব‌লিক প্রসি‌কিটর এড‌ভো‌কেট ও‌য়েস ক‌রোনী ল‌কেট, সি‌নিয়র এড‌ভো‌কেট সিরাজগঞ্জ জেলা ম‌হিলা আওয়ামীলী‌গের ম‌হিলা বিষয়ক সম্পা‌দিকা অ‌তি‌রিক্ত দায়রা জজ এ‌ডিশনাল ২ সে‌লিনা পার‌ভিন পান্না।  সিরাজগ‌ঞ্জে কর্মরত সি‌নিয়র এড‌ভো‌কেট আব্দুল হা‌মিদ, এড‌ভো‌কেট কামরুল ইসলাম শান্তা, আব্দুল আজিজ  সরকার প্রমুখ।

Comment As:

Comment (0)