
গ্লাস ভেঙ্গে ঘাতক মাইক্রোবাসের যাত্রীর কোলে গিয়ে পড়ল ২ বছরের শিশু
- By Writer --
- Friday, 23 Jul, 2021
বগুড়া প্রতিনিধি: মাইক্রোবাসের ধাক্কায় গ্লাস ভেঙে সাবিহা নামের দুই বছরের শিশু যাত্রীর কোলে পড়ে প্রাণে বেঁচে যায়। এসময় গুরুতর আহত হয়েছেন শিশুটির মামা শাকিল আহম্মেদ (২৫)।
বৃহস্পতিবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার নয় মাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।জানা গেছে, গাবতলী উপজেলার ভান্ডারা গ্রামের হাফিজুর রহমানের ছেলে শাকিল আহম্মেদ (২৫) তার বোন হালিমা ও ভাগ্নি সাবিহাকে (২) সাথে নিয়ে ভগ্নিপতি আমিরুল ইসলামের বাড়ি শাজাহানপুর উপজেলার নয় মাইল নয়াপাড়া গ্রামে ঈদের দাওয়াতে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে তারা নয়মাইল বাস স্ট্যান্ডে নেমে মহাসড়ক পারাপার হচ্ছিলেন। হালিমা মহাসড়ক পার হলেও শাকিল তার ভাগ্নিকে কোলে নিয়ে মহাসড়ক পারাপারের সময় বগুড়াগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় মহাসড়কে পড়ে যায়। এরপর মাইক্রোবাসটি সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কোলে থাকা তার ভাগ্নি সাবিহার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না।
স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে জানালে শাজাহানপুর থানার সামনে পুলিশ মহাসড়কে অবস্থান নেন। মাইক্রোবাসটি পুলিশের কাছাকাছি পৌঁছে আবারো মহাসড়কে ঘুরিয়ে নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। এরপর পুলিশ শিশুটির সন্ধান করতে গিয়ে জানতে পারে শাজাহানপুরের মাঝিড়া বন্দরে প্রফেসর ক্লিনিকে শিশুটিকে ভর্তি করা হয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষ পুলিশকে জানায় মাইক্রোবাসের যাত্রীরা মাথায় আঘাত প্রাপ্ত শিশুটি ভর্তি করে দিয়েছেন। যাত্রীরা শিশুটিকে ভর্তির সময় জানিয়েছে মহাসড়ক পারাপারের সময় কোলে থাকা শিশুটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে গ্লাস ভেঙ্গে মাইক্রোবাসের ভিতরে যাত্রীদের কোলে পড়ে। দুর্ঘটনার পর মাইক্রোবাস সেখানে না থামিয়ে চার কিলোমিটার দুরে এনে শিশুটিকে ক্লিনিকে ভর্তি করে দেয়া হয়।
গুরুতর আহত শাকিলের চাচা জানান, শিশু সাবিহা ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। শাকিলের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতে তাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান বলেন, গ্লাস ভেঙ্গে মাইক্রোবাসের যাত্রীদের কোলে পড়ায় শিশুটি প্রাণে বেঁচে যায়। মাইক্রোবাসটিকে আটকের চেষ্টা করেও আটক করা যায় নি।